মাধুকর ডেস্ক►
ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ৪৪ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে এটি কার্যকর হবে।
আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) কারওয়ানবাজারে বিইআরসি’র কার্যালয়ে দাম ঘোষণা করেন কমিশনের নতুন চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় গ্যাস আমদানি পর্যায়ে দাম বাড়ায় বিক্রিতেও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘বিইআরসি তার পূর্ণ ক্ষমতা পেয়েছে। এ মাসেই পূর্ণ কমিশনও গঠন হলে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে গণশুনানির বিষয়ে আলোচনা হবে।’
এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।
এরপর ৪৪ টাকা বাড়িয়ে আজ নতুন দাম নির্ধারণ করা হলো।