নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ পিকআপভ্যান চালক ও তার সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (শুক্রবার, ১২ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের চারমাথা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগরীর কোতয়ালি থানার নুরপুর গ্রামের হাসান আলীর ছেলে চালক মমিন মিয়া (২৯) ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে হেলপার রাকিব ইসলাম (২০)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপভ্যান থেকে ২০০ বোতল ফেনসিডিল পেয়ে জব্দসহ চালক ও তার হেলপারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।