Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৭-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৪৩
  • ৬২ বার দেখা হয়েছে

মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেললেন বেরোবি শিক্ষার্থীরা

মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেললেন বেরোবি শিক্ষার্থীরা

তুষার আচার্য্য, রংপুর

রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।

আজ (বুধবার, ১০ জুলাই) দুপুরে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে মহাসড়ক ব্লক করে ক্রিকেট খেলেন তারা। এরপর ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা আজকের মতো অবরোধ স্থগিত করেন।

জানা যায়, দুপুর ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মর্ডান মোড়ে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

এ দিকে অবরোধের ফলে সড়কের দুপাশজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়া হয়।

স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা না মেধা?’, ‘আপস না সংগ্রাম?’, ‘দালালি না রাজপথ?’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না’ ইত্যাদি।

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad