পিআইডি, রংপুর►
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য আজ (রবিবার, ২ ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, রংপুর এই সেমিনার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দূষণমুক্ত খাদ্য, পানি ও বায়ু গ্রহণ করলে মানুষ সুস্থ থাকতে পারবেন। খাদ্য দূষণ প্রতিরোধ কঠিন কাজ। শুধু আইন প্রয়োগ করে খাদ্য দূষণ প্রতিরোধ করা সম্ভব নয়। খাদ্য দূষণ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা। তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল দেওয়ার প্রবৃত্তি থেকে মানুষকে বেড়িয়ে আসতে হবে এবং খাদ্য প্রস্ততের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানের শুরুতে নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরের ডিপুটি সিভিল সার্জন ডা. মোঃ রুহুল আমিন। সেমিনারে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি খাদ্য ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।