মাধুকর ডেস্ক►
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি বিজিবি (আইসিপি) ক্যাম্পে এ বৈঠক হয়।
বৈঠকে নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের কমান্ডার মহিন্দ্র সিংসহ ১২ সদস্যের প্রতিনিধি দল। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর।
এর আগে বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিজিবি বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনো বাংলাদেশ কখনো ভারত অংশে। আজকে মিটিং করলাম বাংলাদেশ অংশে হিলি বিজিবি ক্যাম্পে। সেখানে সীমান্তের নানাবিধ বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্তে হত্যা বন্ধ, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের শৃঙ্খলা রক্ষার্থে যেসব বিষয় আলোচনা করা দরকার; সেগুলো আমরা করেছি। এ ধরনের বৈঠকের মধ্যে আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।
বৈঠকে এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, সহ-অধিনায়ক মেজর মাসুদ রহমান। হিলি বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওহিদুজ্জামান।