ফুলবাড়ী প্রতিনিধি ►
সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার (৭ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জুম্মার নামাজের পর ফুলবাড়ীর সকল ওলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান নামের ব্যানারে স্থানীয় নিমতলা মোড় থেকে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল পৌরশহরে বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে মুফতি মো. নজিমুল্ল্যাহের সভাপতিত্বে এবং মাওলানা আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি তোফায়েল আহম্মেদ, মুফতি মো. নুরুল্ল্যাহ, মুফতি আবু বক্কর সিদ্দিক সালেহ, মওলানা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যাতে পৃথিবীর কোথাও এ ধরণের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।