• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৩
  • ৬৮ বার দেখা হয়েছে

সাঘাটায় ভ্যানচালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সাঘাটায় ভ্যানচালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সাঘাটা প্রতিনিধি►

সাঘাটা উপজেলার পুটিমারী (মহিষবাতান) এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ।

বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালকসহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।

উল্লেখ্য ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে সাঘাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান জানান, ভিসেরা পিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়