ফুলবাড়ী প্রতিনিধি ►
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে গতকাল রবিবার অর্ধশত দুস্থ শিশুদের মাঝে পূজোর নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের খুঁজে বের করে তাদের নতুন পোশাক পরিয়ে দেন সংগঠনটির একদল তরুণ-তরুণী। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্য জাকিরুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য হায়দার আলী, সদস্য অনন্যা প্রামাণিক, সদস্যা প্রেমা দাস, সদস্য শর্মিলী ছন্দা, সদস্য জাহিদ হাসান, সদস্য আমিনুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ভাবনা থেকে হোক ভালো কাজ এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে আমরা করব জয় নামের এই সংগঠনটির জন্ম। সংগঠনের সকলেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদের অর্থ দিয়েই মানবিক কাজ করে থাকছে সদস্য-সদস্যারা। আগামীতেও মানুষের কল্যাণে সার্বিক কাজ করে যাবে এই সংগঠন এই প্রত্যাশা করেন।