• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৮-২০২৩, সময়ঃ দুপুর ১২:৩৬

লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী

লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী

মাধুকর ডেস্ক►

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছেন। আজ সোমবার (৭ আগস্ট) সকালে স্পিকারের সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। 

এর আগে গত শুক্রবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্ট রাহুলের সাজা স্থগিত করে রায় দেন।

কংগ্রেস সভাপতি থাকাকালে রাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে কর্ণাটকের কোলার জেলায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি পদবি-সম্পর্কিত মন্তব্য করেছিলেন।

ওই ভাষণের পরিপ্রেক্ষিতে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি সুরাট জেলা আদালতে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির অপরাধে মামলা করেন। সেই মামলায় রাহুলের দুই বছরের সাজা হয়। এরপর তড়িঘড়ি করে রাহুলের লোকসভার সদস্যপদ বাতিল করা হয়।

এরপর সাজা স্থগিত রাখার জন্য রাহুল প্রথমে সুরাটের দায়রা আদালত ও পরে গুজরাট হাইকোর্টে আবেদন জানান।

দুই আদালতেই তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এখন সুপ্রিম কোর্ট সাজা ওই স্থগিত করায় লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়