নিজস্ব প্রতিবেদক ►
আগামী ২৯ অক্টোবর বিএনপি রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুনান হক্কানীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, রংপুর বিভাগীয় শ্রমিক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব, কুদ্দুস মোড়ল, সদর থানা শ্রমিক দলের সভাপতি ফিরোজ মন্ডল, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হক্কানী, গাইবান্ধা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার তমা, বিএনপি নেতা বিপুল কুমার দাস, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরকার, ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ছামছুল আলম বকশী, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সুন্দরগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন হযরত, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, শ্রমিক নেতা শাহজালাল সরকার, সাইফুল ইসলাম, সুরুজ বাঙালী, আব্দুল জলিল প্রধান, হেলাল মিয়া, মোক্তার হোসেন, নওশা মিয়া, জিয়াউর রহমান প্রমুখ।