• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:০২

মহিমাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

মহিমাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

মহিমাগঞ্জ প্রতিনিধি►

বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকায় ঘরের লাইন বন্ধ না করেই চালের টিন মেরামতের কাজ করছিলেন স্বামী। হঠাৎ বিদুৎ সরবরাহ চালু হলে চালের টিন বিদ্যুতায়িত হয়। কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী মোহাম্মদ আলী। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন স্ত্রী জোসনা বেগম (৩৫)।

আজ বুধবার (৯ আগস্ট) বিকেলে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে। 

স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, বুধবার বিকেলে ওই গ্রামের বাসিন্দা মোটরগাড়ি চালক মোহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সাথে টিনের সংস্পর্ষে টিনসহ বিদ্যুতায়িত হন তিনি।

ঘটনাটি দেখতে পেয়ে পাশে থাকা তার স্ত্রী তিন সন্তানের জননী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্বজনরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা স্ত্রী জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোমতাজ আলী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়