Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৫

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

মাধুকর ডেস্ক ►

আহমেদাবাদে বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী। মহারণে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটায় শুরু হয় ম্যাচটি।

আজকের ম্যাচটির আগে আসরে নিজেদের প্রথম দুইটি করে ম্যাচ জিতেছে দুই দল। পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। স্বাগতিক ভারতও প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপে এবার দারুণ শুরু করেছে স্বাগতিক ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে স্বাগতিকদের হয়ে। বিশ্বকাপের ৭ দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে দুই দলের ১৩৪ বারের দেখায় পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৬টিতে। 

ভারতের একাদশ : 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ : 

আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad