মাধুকর ডেস্ক►
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এবারই প্রথমবার অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে মাঠে নামবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে এই দলে চোট কাটিয়ে ফিরছেন সদ্য আল হিলালে নাম লেখানো নেইমার জুনিয়র। সৌদি প্রো লিগের দল আল আহলিতে নাম লেখানো ইবানেজও দলে আছেন।
আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়া এবং চারদিন পর সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।
এদিকে সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ কোপা আমেরিকা থেকে কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন। এর আগ পর্যন্ত ব্রাজিলের ডাগ-আউট সামলাবেন দিনিজ। আর এটাই হতে যাচ্ছে ফ্লুমিন্সের এই কোচের প্রথম পরীক্ষা।
এর আগে, চোট-পরবর্তী পুনর্বাসনে থাকায় গত জুনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলে ছিলেন না নেইমার। এমনকি রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিও দলে ছিলেন না। আন্তোনিও বাছাইপর্বের দলে ফিরেছেন। তবে নতুন করে পাওয়া চোটে ভুগছেন জেসুস।
ব্রাজিল স্কোয়াড :
গোলকিপার : অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো)
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার : ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড : নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)