ফুলবাড়ী প্রতিনিধি ►
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সংবাদপত্রের হকার্সদের পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয় নিয়ে ফুলবাড়ী হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসকাবের সভাকক্ষে আয়োজিত স্থানীয় হকারদের আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসকাবের সহ-সভাপতি সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
হকারদের মধ্যে বক্তব্য রাখেন ইজাজুল হক, মোন্নাফ আলী, আরজু বেগম, ইদ্রিস আলী, আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, আখেরাতুজ্জামান, মাহফুজ আলামিন, আব্দুল জব্বার প্রমুখ। শেষে ইজাজুল হককে আহবায়ক, আরজু বেগমকে সদস্য সচিব ও মোন্নাফ আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে পাঁচ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক কালবেলা প্রতিনিধি প্রভাষক রীতা রানী কানু ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বলকে ফুলবাড়ী হকার্স ইউনিয়নের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পুণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।