ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ জুন) বিকেলে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে উপজেলার ৭টি ইউনিয়নের ৭ দল অংশগ্রহন করছে। দলগুলো হল কঞ্চিপাড়া ইউপি, উড়িয়া ইউপি, উদাখালী ইউপি, গজারিয়া ইউপি, ফুলছড়ি ইউপি, এরেন্ডাবাড়ী ইউপি ও ফজলুপুর ইউপি।
উদ্বোধনী খেলায় উড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করে। নির্ধারিত সময়ে গোলশুন্য হওয়ায় ট্রাইবেকারে এরেন্ডাবাড়ী ইউনিয়ন ৪-৩ গোলে উড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।