পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীতে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক( অনুধ-১৭)ও বঙ্গমাতা শেখ ফরিনাতুনেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল ফুর্লামেন্ট বালিকা (অনুধ-১৭) ২০২৩ সালে উদ্বোধন করা হয়।
রবিবার বিকাল সাড়ে চার টার সময় পলাশবাড়ী এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৮নং মনোহরপুর ইউনিয়ন বনাম ৪নং বরিশাল ইউনিয়ন খেলায় অংশ গ্রহণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম.মোঃ মাজেদ চৌধুরী বিদ্যুৎ, মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, আওয়ামী লীগ সভাপতি উপধাক্ষ সামিউল ইসলাম নিপতন, সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ কমিটির নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ক্রীড়া অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে।