• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৯

নিলামে উঠছে আইনস্টাইনের লেখা চিঠি

নিলামে উঠছে আইনস্টাইনের লেখা চিঠি

মাধুকর ডেস্ক►

১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক ঈশ্বরে বিশ্বাস করেন কি না? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনো সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে চিঠি লিখে সে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।

এবার তার লেখা সেই চিঠি নিলামে তুলছে মার্কিন সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‍্যাব কালেকশন’। এক লক্ষ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে। এতদিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠিটি।

অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান আইনস্টাইন। জার্মানি থেকে বেরিয়ে তিনি প্রথমে বেলজিয়ামে ছিলেন। তারপরে ছয় সপ্তাহ ব্রিটেনে থাকেন। শেষে যুক্তরাষ্ট্র চলে যান। সেখানে এক দশক নাগরিক হিসেবে ছিলেন আইনস্টাইন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়