কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসচাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রাম টু ভূরুঙ্গামারী সড়কের মালভাঙাতে এ ঘটনা ঘটে। নিহত আটোচালকের নাম শহিদুল ইসলাম শহিদ। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আলেপেরতেপথি গ্রামের কলিউদ্দিনের ছেলে।
একই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। তারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ভুরুঙ্গামারী থেকে ঢাকামুখী একটি বাস অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে চালক শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থলে মারা যায়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও বাসটির খোঁজ পাওয়া যায়নি।