Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-২-২০২৪, সময়ঃ বিকাল ০৩:১৪

নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের (একক ও দ্বৈত) অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নওগাঁ অফিসার্স কাব ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় এককে কুলসুম রাইসা জামানকে পরাজিত করে বিজয়ী হয়। বালিকা দ্বৈততে কুলসুম ও হামিয়া খাতুন জুটি রাইসা জামান ও জান্নাতুন লামিয়া অহনা জুটিকে পরাজিত করে বিজয়ী হয়। বালক এককে আতিক আহনাফ সৈয়কতকে হারিয়ে বিজয়ী হয়। দ্বৈততে সইকত সোয়াইব জুটিকে আতিক আহনাফ ও জিহাদ হোসেন জুটিকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন ব্যাডমিন্টন খেলোয়ার অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খাঁন, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুর ইসলাম, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খান মো. মাজাহারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad