মাধুকর ডেস্ক►
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ক্রমশ আরও দুর্বল হচ্ছে বলে এক ব্রিফিংয়ে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, শুক্রবার বেলা বেলা ৩টায় উপূকুল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালি ও এর আশেপাশের এলাকায় গভীর নিম্নচাপ আকারে স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে রাত ৯টা–১০টা পর্যন্ত বৃষ্টি হবে। রাত ১২টার পর বৃষ্টি থাকবে না। এটা কমে আসবে। আগামীকাল আবহাওয়া শুস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এরআগে বেলা ১২টার পর মিধিলির অগ্রভাগ উপকূলে আঘাত করে। ঝড়ের প্রভাবে নোয়াখালীর হাতিয়াতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিলো ৯৪ কিলোমিটার। পটুয়াখালীতে ছিলো ঘণ্টায় ৮৩ কিলোমিটার।
এছাড়াও সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায় ১৭৬ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৪ মিলিমিটার এবং চাঁদপুরে ১৪১ মিলিমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকে হালকা থেকে মাঝাড়ি বৃষ্টিপাত অব্যাহত আছে।
এছাড়া চলতি মাসে আপাতত কোনো ঘূর্নিঝড় হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বন্ধ করা হয়েছে সারা দেশে নৌ চলাচল।