মাধুকর ডেস্ক►
ভারতে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্ব শেষে এখন অপেক্ষা সেমিফাইনাল বা নকআউট পর্বের। লিগ পদ্ধতিতে প্রথম পর্বের ৪৫টি ম্যাচে ১০টি দলের লড়াই শেষে ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।
প্রথম পর্বে অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে সেমিতে উঠেছে ভারত। অন্য তিন দল হলো দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বুধবার (১৫ নভেম্বর) শুরু হবে সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ স্টেজের অপরাজেয় ধারা এই ম্যাচেও বজায় রেখে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখতে চায় স্বাগতিক ভারত। আর কিউইদের মিশন স্বাগতিকদের বিদায় করে টানা তৃতীয়বার ফাইনালে ওঠা।