Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২২

দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস

দুপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস

মাধুকর ডেস্ক ►

ভারতের হায়দরাবাদে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় খেলায় আজ সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

এদিকে, ইংল্যান্ডের সাথে ম্যাচের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। অবশ্য ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ম্যচেই নিউজিল্যান্ড দলে ফিরছেন দুই পেসার টিম সাউদি ও লুকি ফার্গুসন। 

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে চোখ কিউইদের। শক্তি, র‌্যাংকিং এবং পরিসংখ্যান বিচারেও এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত দুই দলের ৪ দেখায় শতভাগ জয় আছে ব্ল্যাক-ক্যাপসদের।

অন্যদিকে, অন্য দিকে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেহারের স্মৃতি ভুলে জয়ের দেখা পেতে চায় নেদারল্যান্ডস।ঘুরে দাঁড়ানোরলক্ষ্য নিয়ে কিউইদের বিপক্ষে মাঠে নামতে চায় ডাচরা।

নেদারল্যান্ডস দল : 

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

নিউজিল্যান্ড দল : 

টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, টিম সাউদি, উইল ইয়ং।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad