মাধুকর ডেস্ক ►
বিশ্বকাপ ক্রিকেটে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি।
বিশ্বকাপ ক্রিকেটে প্রথম চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশকে এদিন লড়তে হবে মুম্বাইয়ের গরমের সঙ্গেও।
তবে সেমিফাইনালে খেলার আশাটা ক্রমেই ধুসর হচ্ছে বাংলাদেশের। দলের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। অধিনায়ক সাকিব আল হাসানের পর তাসকিনের ইনজুরিতে নতুন করে রণকৌশল সাজাতে হচ্ছে বাংলাদেশকে।
এদিকে, চোকার্স দল হিসেবে বরাবর পরিচিত দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে শুরু থেকেই বদলে ফেলেছে নিজেদের। প্রথম ম্যাচ থেকেই ২২ গজে বেশ দাপটে খেলছে প্রোটিয়ারা। মুম্বাইয়ে শেষ খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের একরকম হেসে খেলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে দলটি। ফুরফুরে মেজাজে বাংলাদেশের বিপক্ষে খেলাটিও উপভোগ করতে চায় প্রোটিয়ারা।
বিশ্বকাপ ক্রিকেটে দুদল এর আগে মুখোমুখি হয়েছে চারবার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুদলই জিতেছে দুটি করে খেলায়।