মাধুকর ডেস্ক ►
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২-৩৫। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইলের কর্মচারী কাবের পেছনের লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই (তদন্ত) নূর আলম বলেন, ‘মরদেহের গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় মরদেহ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। বাকিটা পুলিশ দেখবে। ’
বিশ্ববিদ্যালয় সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বলেন, ‘এখন পর্যন্ত জানা মতে অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল আছি। ’