স্পোর্টস ডেস্ক ►
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। কিছুদিন আগেই শেষ হওয়া অ্যাশেজে হাতের কবজির ইনজুরিতে পড়েন স্মিথ। প্রোটিয়া সিরিজের আগে সুস্থ হচ্ছেন না তিনি। যার কারণে তাকে ছাড়াই প্রোটিয়া সফরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে। স্মিথের পরিবর্তে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অ্যাশটন টার্নার এবং ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশেন।
দক্ষিণ আফ্রিকা সফর মিস করলেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই খেলবেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ জুড়েই হাতের কবজির ব্যাথায় ভুগছিলেন স্মিথ। তবে মর্যাদার অ্যাশেজে একটি ম্যাচও মিস করেননি তিনি। তবে স্মিথের এই কবজির ইনজুরি তাকে প্রোটিয়া সফর আর খেলতে দিচ্ছে না। গত মৌসুমের বিগ ব্যাশে দারুণ পারফর্মেন্স করেছিলেন স্মিথ। যার কারণেই তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছিলো।
এদিকে স্মিথের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য লাবুশেনকে নেয়া হয়েছে। বিশ্বকাপের স্কোয়াড থেকে লাবুশেনকে বাদ দেয়ায় অনেকেই হতাশ হয়েছেন। প্রোটিয়া সিরিজে স্মিথের বিকল্প হিসেবে লাবুশেন ফিরলেও বিশ্বকাপ দলে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় নেই তিনি।
চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে ৩টি টি-টোয়েন্টি এবং ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।