Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৭-২০২৩, সময়ঃ রাত ০৮:০৩

গোবিন্দগঞ্জের চাঁদপাড়ায় ফুটবল টুর্ণামেন্টে ঈদ উৎসব

গোবিন্দগঞ্জের চাঁদপাড়ায় ফুটবল টুর্ণামেন্টে ঈদ উৎসব

প্রেস বিজ্ঞপ্তি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত শামসুল হক মাষ্টার স্মৃতি ব্যাচ ভিত্তিক ব্যতিক্রমি এক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বিদ্যালয়টি থেকে পাশ করা ১৮টি ব্যাচ এই টুর্ণামেন্টে অংশ নিয়েছে। ঈদের আগের দিন (২৮জুন) সকাল সাড়ে ৯টায় ২০২১ ও ২০২২ ব্যাচের লড়াইয়ের মধ্যে দিয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
টানা তিন দিন ম্যাচ হওয়ার পর ফাইনাল অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় দিন (৩০ জুন)। ফাইনালে ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের ১-০ গোলে হারিয়ে প্রথমবার শামসুল হক মাষ্টার স্মৃতি ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০১৩ সালে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা। ফাইনালে দুরন্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন মিম। পুরো টুর্ণামেন্টে অসাধারণ খেলে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন রকি। ফাইনালে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লিগের সহ-সভাপতি ড. নুরুল হুদা মো: ইবনে আজিজ। 

ফুটবল টুর্ণামেন্টকে ঘিরে গোটা এলাকায় ঈদের আগেই এক ধরণের উৎসবের আমেজ তৈরি হয়। নব্বই দশকে চাঁদপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা অংশ নেওয়ায় উৎসবের মাত্রা দ্বিগুন হয়। ১৯৯৮ সালে পাশ করা মাজাহারুল আনোয়ার জাহাঙ্গীর বলেন,“ চাঁদপাড়ায় এমন আয়োজন এই প্রথম। সত্যি এটা প্রশংসনীয় উদ্যোগ। কর্মসূত্রে বাইরে থাকার কারণে বন্ধুদের সঙ্গে সেভাবে দেখা হয় না। এই টুর্ণামেন্ট সব বন্ধুদের আবার একসঙ্গে করে দিয়েছে। এই ফুটবল টুর্ণামেন্ট এক অর্থে বন্ধুদের মিলনমেলাও বটে। আশা করছি এই টুর্ণামেন্ট ধারাবাহিকতা বজায় রেখে আগামীবারও অনুষ্ঠিত হবে।” 

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্টের আহবায়ক তাহেদুল ইসলাম রকেট বলেন,“ আমরা ভাবতেও পারিনি টুর্নামেন্টে এত সাড়া পাব। তাই আগামীতেও এ টুর্ণামেন্ট পরিচালনা করার চেষ্টা করব। পাশাপাশি আরও কয়েকটি খেলা যেমন ক্রিকেট-ভলিবল যুক্ত করার চেষ্টা করব।” 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad