ক্রীড়া প্রতিবেদক ►
আজকের ১ম সেমিফাইনাল খেলায় মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা- ৪৩ রানে সানরাইজ স্পোটিং ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা- ২০ ওভারে- ৬ উইকেট হারিয়ে মোট- ১৫০ রান করে। জবাবে সানরাইজ স্পোটিং ক্লাব- ১৯.৪ ওভারে- ১০ উইকেট হারিয়ে মোট- ১০৭ রান করে।
মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা- সুইন:- ২৫ রান- ১৯ বলে ও ৪ ওভারে- ৩৫ রান দিয়ে- ২ উইকেট নিয়ে। ক্রেষ্ট প্রদান করেন: সাবেক জেলা ক্রিকেট দলের ক্যাপ্টেন- মোঃ রনি ও মোঃ রেজাউল ফেরদৌস টুটুল।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩ এর আজকের সেমিফাইনাল খেলার ফলাফল: আজকের ২য় সেমিফাইনাল খেলায় চৌকষ স্পোটিং ক্লাব- ৫ উইকেটে ইয়ং প্যাগাসাস ক্লাব কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং প্যাগাসাস ক্লাব- ২০ ওভারে- ১০ উইকেট হারিয়ে মোট- ১৩১ রান করে। জবাবে চৌকষ স্পোটিং ক্লাব- ১৯.১ ওভারে- ৫ উইকেট হারিয়ে মোট- ১৩২ রান করে।
মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ: চৌকষ স্পোটিং ক্লাব- জাকির- ৪ ওভারে- ১৬ রান দিয়ে- ৩ উইকেট নিয়ে।
ক্রেষ্ট প্রদান করেন: জেলা আম্পায়ার এসোসিয়েশনের আহবায়ক আবেদ মোঃ মাসুম। খেলা পরিচালনাকারী আম্পায়ারগণের নাম: নাজমুল ও প্রবাল। আগামী ২২/০২/২০২৩খ্রিঃ তারিখে ফাইনাল খেলায় অংশ নিবে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা বনাম চৌকষ স্পোটিং ক্লাব।