নিজস্ব প্রতিবেদক ►
জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব মিলনায়তনে উপ-পরিচালক মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ ইন্সটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা বীজ কর্মকর্তা শওকত ওসমান, অতিরিক্ত কৃষি পরিচালক ড. মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা প্রেসকাবের সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ। বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইঁদুর নিধন করতে হবে।