নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা প্রাঙ্গণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, গা্দইবান্ধা আদর্শ কলেজের উপাধ্যক্ষ মমিতুল হক নয়ন, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বাবু, বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা জেলা শাখা সভাপতি(বাশিস) মাহবুব আলম কোট, রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়ির সহকারি শিক্ষক অঞ্জলী রানী, সদর উপজেলা শিক্ষক সমিতি (বাকশিস) সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সোহেল।
প্রাথমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী অন্তত ২০০ প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক, কাব, স্কাউট, বিএনসিসি ও রোভার উপস্থিত ছিলেন।