Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:১৫

কামালেরপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

 কামালেরপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

সাঘাটা প্রতিনিধি ► 
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে ‘জাতীয় যুব দিবস’-২০২২ উদযাপিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে ১ নভেম্বর সকাল ১১টায় ইউনিয়নের যুব কমিটির সদস্যরা বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে ইউনিয়ন ও ওয়ার্ড যুব কমিটির সদস্যবৃন্দ এবং সমৃদ্ধি কর্মসূচির কর্মীবৃন্দ। আলোচনা সভায় অংশগ্রহণকারী যুবরা নিজেদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শাহজাদা পারভেজ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad