আন্তর্জাতিক ডেস্ক ►
আহত ও নিহত সৈন্যদের উদ্ধার অভিযানের সময় নাইজেরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা এ তথ্য জানান।
এর আগে, সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
এডওয়ার্ড বুবা বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪ জন সৈন্য ছিলেন। তারা ছাড়াও আরও সাতজন আহত সৈন্য, দুই পাইলট এবং দুজন ক্রু সদস্য ছিলেন। সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হতাহত সৈন্যদের উদ্ধার অভিযানের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।