ক্রীড়া ডেস্ক►
সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ক্রিকেট খেলায় আজ (রবিবার, ৮ ডিসেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
শেষ টেস্ট ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজেও কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। হোম কন্ডিশনে স্বাগতিকরা এগিয়ে থাকলেও জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য টাইগারদের।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় থেকে শেষ করে বাংলাদেশ দল। এবার ওয়ানডে মিশনে নামতে যাচ্ছে টাইগাররা।
একদিনের ক্রিকেটে শক্তি, সামর্থ্যের বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের থেকে পিছিয়ে নেই বাংলাদেশ দল। আইসিসি ওয়ানডে র্যাংকিয়ে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে আছে তারা। বাংলাদেশ দলে এই সিরিজে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে অবদান রাখার কথা জানান ক্রিকেটাররা।
অন্যদিকে, হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় পেতে চায় ওয়েস্ট ইন্ডিজ দল। এখন পর্যন্ত দুই দল ওয়ানডেতে ৪৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই সমান ২১টি ম্যাচে জয় পেয়েছে। আর পরিত্যাক্ত হয়েছে দুটি ম্যাচ।
অন্যদিকে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলাটি।