Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:১৯

অভিষেক ম্যাচেই মায়ামিকে জেতালেন মেসি

অভিষেক ম্যাচেই মায়ামিকে জেতালেন মেসি

মাধুকর ডেস্ক►

যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের অভিষেকটা দুর্দান্তভাবেই করলেন লিওনেল মেসি। মাঠে নামলেন দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে। নেমে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।

লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মেসির ইন্টার মায়ামি জয় পেয়েছে ২-১ গোলে। নির্ধারিত ৯০ মিনিট দুই দল সমতায় থাকলেও যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন আর্জেন্টাইন এই তারকা।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজুলের বিপক্ষে প্রথম একাদশে মেসি যে থাকছেন না তার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছিলেন মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। হলোও তাই।

মেসিবিহীন শুরু একাদশ নিয়ে আজুলের বিপক্ষে লিড নিতে মায়ামিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। রবিনসনের বাড়ানো বল ধরে জালের ঠিকানা খুঁজে নিয়ে ম্যাচের ৪৪তম মিনিটে দলকে এগিয়ে দেন রবার্ট টেইলর।

পিছিয়ে গিয়ে ম্যাচে ফিরতে মরিয়া আজুল সমতায় ফেরে মেসি মাঠে নামার পরই। ম্যাচের ৬৫তম মিনিটে ডুয়েনেসের অ্যাসিস্টে ডি বক্সের ভেতর থেকে নেয়া দুর্দান্ত এক শটে মায়ামি গোলরক্ষককে পরাস্থ করে দলকে সমতায় ফেরান উরিয়েল অতুনা।

এরপর নির্ধারিত ৯০ মিনিট চলে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ। কিন্তু গোল বের করে আনতে পারছিল না কোনো দলই।

লিওনেল মেসিকে আনার সুফল যোগ করা অতিরিক্ত সময়েই দেখতে পায় মায়ামি। যুক্তরাষ্ট্রের ফুটবলভক্তদের নিজের জাদু দেখিয়ে যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad