সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অটো শ্রমিকদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেছেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারী। আজ বৃহস্পতিবার উপজেলার বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত ৫০০ জন অটো শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন মিয়া, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, পল্লীবন্ধু পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
পরে এমপি শামীম উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের জাতীয় পাটির সভাপতি আশরাফুল আলম চাকলাদারের প্রথম মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, কঞ্চিবাড়ি ইউনিয়ন সভাপতি জামিল হোসেন, শান্তিরাম সভাপতি শরিফুল ইসলাম শাহীন, চন্ডিপুর সভাপতি শাখাউল ইসলাম, বেলকা সভাপতি রেজাউল ইসলাম রানা, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সর্বানন্দ ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মশিউর রহমানসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ