দিনাজপুর প্রতিনিধি►
বর্তমান শেখ হাসিনা সরকার গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা আজ স্বাধীনভাবে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ১২ টায় দিকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনা ও কল্যাণ অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ইকবাল আরোও বলেন, বিএনপি-জামাতের আমলে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেত না। সাংবাদিকদের কল্যানে এগিয়ে আসেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে তাদের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এই কল্যান ট্রাস্ট থেকে অসুস্থ্য সাংবাদিক ও অসহায় সংবাদকর্মীদের অব্যাহত ভাবে সহযোগিতা করা হচ্ছে। এটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার একটি দিক। সরকার সাংবাদিকদের আবাসন সুবিধা প্রদানের দিকেও নজর দিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভুমিহীন থাকবে না। এর মধ্যে সাংবাদিকরাও বাদ যাবে না।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নুরম্নল হুদা দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সাংবাদিক এমদাদুল হক মিলন প্রমুখ।
মোট ৯৩ জন সাংবাদিকের মাঝে ১৫ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জনকে ৮ লাখ এবং ৭৯ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।