• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩০
  • ৭৫ বার দেখা হয়েছে

‘কোথায় জলে মরাল চলে’ শুক্রবার টিআইসিতে

‘কোথায় জলে মরাল চলে’ শুক্রবার টিআইসিতে

বিনোদন ডেস্ক ►

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ঢাকার নাট্যম রেপার্টরী’র নতুন নাটক ‘কোথায় জলে মরাল চলে’ পরিবেশিত হবে শুক্রবার (৫ মে)। মোহন রাকেশ রচিত, অংশুমান ভৌমিক অনূদিত ‘কোথায় জলে মরাল চলে’ নাটকের নির্দেশক ড. আইরিন পারভীন লোপা।
 
নাটকের টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে।

গৌতম বুদ্ধের জ্ঞাতি ভাই রাজকুমার নন্দ কীভাবে সুন্দরীর সঙ্গে দাম্পত্য জীবন ও রাজকীয় বিলাসব্যসন ছেড়ে বুদ্ধের শরণ নিলেন সেই কাহিনি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে পালি ভাষায় লেখা এ কাব্যগ্রন্থের বিষয়। 

ভারতের অন্ধ্রপ্রদেশের গোলিতে মাটি খুঁড়ে পাওয়া প্রত্নবস্তুর মধ্যে পাথরে খোদাই করা আছে এই আখ্যান। নাটকের মূল নাম ‘লেহরোঁ কে রাজহংস’।

এই প্রথম ঢাকার নাট্যম রেপার্টরী তাদের নিজস্ব আয়োজনে শুক্রবার নতুন নাটক ‘কোথায় জলে মরাল চলে’ মঞ্চায়ন করবে। এটি নাট্যম রেপার্টরীর ৭ম প্রযোজনা।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়