Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৫

১৫ জুন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

১৫ জুন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক  ►

ভারতের গুজরাট ও পাকিস্তানের দণি অংশে চলতি সপ্তাহেই শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানতে পারে। এমনটি বলছে দুই দেশের আবহাওয়া বিভাগ।-খবর আল জাজিরা।

সোমবার ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, ভারতের গুজরাটের মান্দভি ও পাকিস্তানের মধ্যবর্তী স্থান দিয়ে আগামী বৃহস্পতিবার (১৫ জুন) ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের বেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপ বলছে, দণি ও দণি পূর্বাঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিন্দ প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বলেন, তারা তিন জেলার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রদেশটি দেশের দ্বিতীয় জনবহুল প্রদেশ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad