• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:০৩
  • ৫৩ বার দেখা হয়েছে

হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।

আজ (মঙ্গলবার, ১৪ মে) সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মেসার্স আরএসবি ট্রের্ডাস এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথমদিনে আজ এক ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। তবে সেই নিষেধাজ্ঞা গেলো ৪ মে প্রত্যাহার করে দেশটি। এর পরও ৪০% শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না বলে মনে করছেন আমদানিকারক ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়