• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৫-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫২

গোবিন্দগঞ্জে বিজয় টিভির ১যুগ পূর্তিতে আলোচনা সভা

গোবিন্দগঞ্জে বিজয় টিভির ১যুগ পূর্তিতে আলোচনা সভা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্যাটেলাইট চ্যানেল বিজয় টিভির ১ যুগ পূর্তিতে র‌্যালি, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।  

আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এসএস আব্দুল্যা বিন শফিক, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, রির্পোটাস ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়