• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৪
  • ৪১ বার দেখা হয়েছে

শিক্ষা সংলাপ চরাঞ্চলের শিশুদের শিক্ষাঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ

শিক্ষা সংলাপ চরাঞ্চলের শিশুদের শিক্ষাঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক ►

বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথভাবে আয়োজিত এ্যডুকেশন আউটলিড এএসএ প্রকল্পের সহযোগিতায় চরাঞ্চলের শিশুদের শিক্ষাঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ  শিক্ষা সংলাপ আজ বৃহস্পতিবার গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষা সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসকের প্রতিনিধি ডিডিএলজি মোঃ শরিফুল ইসলাম। 

ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, পিটিআই সুপারিনটেনডেন্ট মোছাঃ সাদিয়া আফ্রিন বিজলী, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, সুন্দরগঞ্জ বেলকা ইউপি চেয়ারম্যন মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ। 

এছাড়াও আলোচনা সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, ইউপি সদস্য, এসএমসি সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করেন। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়