Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৪

রাণীনগরের গোনা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

রাণীনগরের গোনা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর রাণীনগরের গোনা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ (দুলু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য এসএম জাকারিয়া (সরল) প্রমুখ। অনুষ্ঠানে আগামী অর্থ বছরের (২০২৩-২০২৪) রাজস্ব ১৭লাখ ৫হাজার টাকা আর উন্নয়ন ২কোটি ৭লাখ ৬১হাজার ২শত ২০টাকার বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব তানজিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে বাজেটের কোন ঘাটতি নেই। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্য নিয়ে শহরের সুবিধা গ্রামে পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তাই মানুষের জীবনমানকে আরো আধুনিকায়ন করতে সরকারের পদক্ষেপের কোন অভাব নেই।

শুধুমাত্র সরকার প্রতিবছর একটি ইউনিয়ন পরিষদে যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ প্রদান করে সেই বরাদ্দকে যদি আমরা সঠিক ভাবে কাজে লাগাই তাহলে আগামী কয়েক বছরের মধ্যে শহর আর গ্রামের মধ্যে তেমন একটা পার্থক্য আর থাকবে না। তাই দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উন্নয়নের প্রতিক নৌকার কোন বিকল্প নেই। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad