Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৩-২০২৩, সময়ঃ সকাল ১১:৪১

রাজারহাটে বিলের মাঝে দৃষ্টিনন্দন ভাসমান স্মৃতিসৌধ

রাজারহাটে বিলের মাঝে দৃষ্টিনন্দন ভাসমান স্মৃতিসৌধ

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) ►

কুড়িগ্রামের রাজারহাটে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে  বিলের মাঝে লাল সবুজের রঙে ব্যতিক্রমী এক অস্থায়ী ভাসমান  দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বর্ণিল আলোকসজ্জায় চাকির পশার বিলে স্মৃতিসৌধের আদলে এই ভাসমান স্মৃতিসৌধটি তৈরি করা হয়।

রবিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকির পশার বিলের মাঝে এ ব্যতিক্রমী স্মৃতিসৌধটির দেখা মেলে। সন্ধ্যার পর থেকে ব্যতিক্রমী এ সৌধের সৌন্দর্য উপভোগ করতে বিলের পারে হাজারো মানুষ ভিড় জমান ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির নিজ অর্থায়নে উপজেলার চাকির পশার বিলে মাঝে ব্যতিক্রমী অস্থায়ী একটি ভাসমান স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। মূলত নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে স্মৃতিসৌধেটি লাল সবুজ রঙের আদলে তৈরি করা হয়। দেখলে মন কাড়বে যে কারোর।  এটি লম্বা প্রায় ২১ ফুট।

সবকিছু ঠিকটাক থাকলে স্মৃতিসৌধটি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য ঈদ পর্যন্ত বিলের মাঝেই রাখা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad