কুড়িগ্রাম প্রতিনিধি ►
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। এতে আহত হয়েছেন আরও ৪ জন । মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন, গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এদের মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিনজন উলিপুর উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, নাজিমখাঁনগামী পিকআপের সাথে রাজারহাটগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ৫ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেলিনা বেগম মারা যান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পিকআপ ও অটোরিকশা থানায় নেওয়া হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।