Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৯

যে কারণে লাইভে আসছেন হিরো আলম

যে কারণে লাইভে আসছেন হিরো আলম

বিনোদন ডেস্ক ►

হুটহাট বিষয় নিয়ে লাইভে আসেন হিরো আলম। এ সময় তিনি নানামুখি কাজের কথা বলেন। এরই ধারাবাহিকতায় আজ (২৭ মার্চ) রাত ১০টা ৩০মিনিটে লাইভে আসার ঘোষণা দিয়েছেন। হিরো আলম লাইভে আসার কথা জানিয়ে রাত ৮টার দিকে একটি পোস্ট দেন। এতে তিনি লাইভে আসার কারণ সবিস্তারে বর্ণনা করেন।

পোস্টে হিরো আলম লেখেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। গত রোরবার একটি সাাৎকারে দেশের স্বনামধন্য নাট্যজন শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমি অতিুদ্র মানুষ।

‘সততা ও সৎসাহসই আমার একমাত্র সম্বল। মামুনুর রশীদ স্যারের মন্তব্যের প্রেেিত আজ রাত ১০টা ৩০ মিনিটে লাইভে কিছু কথা বলবো।’ স্ট্যাটাসের শেষে হিরো আলম আরও লেখেন, ‘শাসন করা তাকেই মানায়, আদর করেন যিনি।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad