• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৩-২০২৪, সময়ঃ সকাল ১০:১৮
  • ৬২ বার দেখা হয়েছে

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশের জাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশের জাহাজ

মাধুকর ডেস্ক►

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এম ভি আবদুল্লাহ। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। মঙ্গলবার দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানা যায়। 

জাহাজটি এখনো বন্দরে পৌছায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। ২৩ জন বাংলাদেশী নাগরিক আছেন এবং তারা ভালো আছেন বলেও নিশ্চিত করেছেন জানান নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম । কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক।

এদিকে, জলদস্যুরা ঠিক কি কারণে জাহাজটি আটক করেছে তা জানার চেষ্টা চলছে। জলদস্যুদের উদ্দেশ্য জানার জন্য তাদের সংগে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়