• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

বড়পুকুরিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেক প্রদান

বড়পুকুরিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেক প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড’র আয়োজনে আজ রবিবার কোম্পানির অফিসার’স ক্লাব “মনমেলা” খনির মহা ব্যবস্থাপক (প্লানিং এন্ড এক্সপ্লেনেশন) এ.টি.এম নূর-উজ-জামানের সভাপতিত্বে কোম্পানির প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত হতে পার্বতীপুর-ফুলবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন ও খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার প্রমূখ। 

পার্বতীপুর উপজেলায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১ লাখ ৫০ হাজার টাকার চেক, ফুলবাড়ি উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ লাখ ২০ হাজার ও শারীরিক চিকিৎসার জন্য ৬ জনসহ মোট ৭১ জন ব্যক্তিকে চেক প্রদান করা হয়। প্রতিবছরে দুটি উপজেলায় সিএসআর তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অর্থ প্রদান করে থাকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়