সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ ফারুকুল ইসলাম ফারুক সোমবার (১১ ডিসেম্বর) ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
কলেজের অন্যান্য শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন। তিনি গত ২২ নভেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
সরকারিভাবে যোগদানের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকুল ইসলাম ফারুকসহ সকল শিক্ষক-কর্মচারীগণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করায় শিক্ষক-কর্মচারী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফারুকুল ইসলাম ফারুক বিগত ৬ আগষ্ট ১৯৯১ সালে বোনারপাড়া সরকারি ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের ২২ জুন ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।