মাধুকর ডেস্ক►
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সময় মঙ্গলবার (২১ নভেম্বর) ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই সমর্থকদের উত্তাপে খেলা শুরু হতে দেরি হয়। আধা ঘণ্টা পর খেলা শুরু হলে, মারমুখী দেখা যায় ব্রাজিলের খেলোয়াড়দের।
প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল আটকে রাখতে পারেনি মেসি-ডিমারিয়াদের। ওতামেন্দির গোলে লিড পায় আর্জেন্টিনা। খেলার শেষ দিকে জোলিয়েনটনের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় সেলেসাওরা। তবে শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় পায় আর্জেন্টিনা
এ হারে কনমেবল অঞ্চলের বাছাইপর্বে আরও চাপে পড়ল ব্রাজিল। ছয় ম্যাচে তিন হার নিয়ে টেবিলের ৫ নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ৬ ম্যাচে এক হারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।