• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৭
  • ৬৫ বার দেখা হয়েছে

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ফুলবাড়ীর ছয় নারী পেলেন সেলাই মেশিন

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ফুলবাড়ীর ছয় নারী পেলেন সেলাই মেশিন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিনসহ দুইজন পেয়েছেন আর্থিক অনুদান।

আজ (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী পৌরসভার ২নং পৌর প্যানেল মেয়র হারান দত্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ও সদস্য সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।

শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬জন নারীর মাঝে সেলাই মেশিন ও দুইজন নারীকে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিদ্বয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগীসহ ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়