Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৩

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ডাফেন্টাসহ দুই মাদক কারবারী আটক

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ডাফেন্টাসহ দুই মাদক কারবারী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ নূর আলমকে (২৪) এবং ৬০ পিস ডাফেন্টাসহ মশিয়ার রহমানকে (২৫) আটক করেছে। 

থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে থানা পুলিশ উপজেলা শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ নূর আলমকে আটক করেছে। আটক নূর আলম একই এলাকার মমিনুল ইসলামের ছেলে। এদিকে একইদিন রাতে উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ডাফেন্টাসহ মশিয়ার রহমানকে আটক করেছে। আটক মশিয়ার রহমান পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ফেন্সিডিল ও ডাফেন্টাসহ আটক দুইজন মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মামলা রুজুর মাধ্যমে গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইভাবে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) মাদক সেবনের দায়ে পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে আলাল হোসেনকে (২৭) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তিন মাসের কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মাদক সেবী আলাল হোসেনকেও গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad